গোপীবল্লভপুরে অনাড়ম্ব ভাবে হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ জুন: ৪৪২ বছরের শতাব্দী প্রাচীন স্নান যাত্রা আজও বর্তমান গোপীবল্লভপুরে। কিন্তু এবছর অনাড়ম্ব ভাবে পালিত হল এই স্নানযাত্রা। কয়েকজন গ্রামবাসীদের উপস্থিতিতেই স্নানযাত্রা সম্পন্ন হয়।

প্রতিবছরই খুব ঘটা করে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হয় গোপীবল্লভপুরে। কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত থাকেন। তারপরে সেই সব ভক্তদের নিয়ে সুবর্ণরেখা নদীতে ঘটা করে বাজনা বাজিয়ে জল আনতে যাওয়া হয়। তারপরেই সেই জল ও দুধ দিয়ে জগন্নাথ দেবের স্নান সম্পন্ন হয়। কিন্তু এবছর সুবর্ণরেখা নদী থেকে জল আনা হয়েছে ঠিকই কিন্তু সেটা ঘটা করে নয় নিয়ম সারার জন্য। তারপরেই ঘণ্টাখানেকের মধ্যেই স্নানপর্ব শেষ হয়। শুধু তাই নয় এই স্নানযাত্রার আগে থেকে প্রায় ২১ দিন ধরে অনুষ্ঠান চলে এবার সেই অনুষ্ঠান বন্ধ আছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here