
আমাদের ভারত,৩ মার্চ:দিল্লি হিংসায় জড়িত বন্দুকবাজ শাহরুখকে গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশের শামলি থেকে দিল্লির পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেফতার করে। গত মঙ্গলবার জাফরাবাদ থেকে মৌজপুর আসার রাস্তায় ৮ রাউন্ড গুলি চালিয়েছিল এই শাহরুখ। তারপর থেকে ফেরার হয়ে যায় সে। ৮ দিন পর সে ধরা পড়ল।
দিল্লির হিংসা চলাকালীন বন্দুকবাজ শাহরুখের ভিডিও দেখে সারাদেশ তোলপাড় করেছিল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জাফরাবাদের রাস্তায় নির্বিবাদে গুলি চালাচ্ছে শাহরুখ। শুধু জনতাই নয় সে পুলিশের দিকেও বন্দুক তাক করে এগিয়ে গিয়েছিল। যে কন্সটেবলের দিকে শাহরুখ বন্দুক তাক করেছিল তার নাম দীপ দাহিয়া।
তদন্তে নেমে প্রাথমিক পর্যায়ে সফল হয়নি পুলিশ। ফেরার হয়ে গিয়েছিল সে। একের পর এক স্থান পরিবর্তন করে গেছে সে। পানিপথ, বরেলি কাইরানা,আমরোহা শেষে নিজের বাড়ি শামলি থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে।
ফেরার হবার পর গুঞ্জন ছড়াতে থাকে। শাহরুখের নাম পরিচয় ঠিকানা নিয়েও সংশয়ে হয়। অনেকেই বলেছে তার আসল নাম শাহরুখ নয়। সূত্রের খবর শাহরুখ দিল্লির ওসমানপুরের বাসিন্দা। তার আসল বাড়ি শামলি। ঘটনার দিন তার হাতে যে পিস্তল ছিল সেটি বিদেশি।