
কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ জানুয়ারি: চন্দ্রকোনাতে সরস্বতী পুজোর উদ্বোধন করলেন অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায়। ঘাটাল মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী সমীর ঘোষের সম্প্রীতি সরস্বতী পুজোতে এসেছিলেন শতাব্দী রায়।
সব ধর্মের মানুষকে একত্রিত করার উদ্যোগ নিয়ে গত বছর থেকে এই আইনজীবী সরস্বতী পূজার আয়োজন করেন চন্দ্রকোনা পুরসভার দড়বড়ি মাঠে। এবারও সম্প্রীতি সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায় এই পুজোর উদ্বোধন করে বলেন, ধর্মের কোনও ভেদাভেদ নেই একমাত্র ভেদাভেদ ভালো মানুষ খারাপ মানুষের তাই শুধুমাত্র খারাপ মানুষকে এড়িয়ে থাকা উচিত। আমরা সকলে মানুষ।
সরস্বতী পুজোর উদ্বোধন করে তিনি আরো বলেন, চন্দ্রকোনার মানুষজন খুব ভাল। এমনকি শতাব্দী এই দিনের মঞ্চ থেকে বলেন আগামী দিনে পুনরায় চন্দ্রকোনায় অাহ্বান করলে তিনি আবার আসবেন। অভিনেত্রীকে কাছে পেয়ে আপ্লুত চন্দ্রকোনার মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম শিখ খ্রীস্টান ও অন্যান্য সম্প্রদায়ের মানুষজন।