
আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ১৭ নভেম্বর:
দক্ষিণ ২৪ পরগণা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার পালিত হল বিজয়া সম্মিলনী। দক্ষিণ ২৪ পরগণা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সওকাত মোল্লা ও কার্যকরী সভাপতি অনিরুদ্ধ হালদারের উদ্যোগে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় গড়িয়া সি ৫ বাসস্ট্যান্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ রাজ্য ও দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা।
পার্থ চট্টোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করার পাশাপাশি দলীয় কর্মীদের আরও বেশি করে সংগঠনের দিকে নজর দেওয়ার কথা বলেন। তবে এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিজেপিকে বেলাগাম ভাবে আক্রমণ করেন সওকাত মোল্লা। তিনি বলেন, “ রাজনৈতিক ভাবে মোকাবিলা করে বিজেপিকে গর্তে ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেস”। এছাড়াও তার বক্তব্যের প্রথম থেকে শেষ পর্যন্ত বিজেপিকে কটাক্ষ করেন সওকাত।
যদিও সওকাতের বক্তব্যের পাল্টা হিসেবে দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলা বিজেপির সভাপতি সুনিপ দাস বলেন, “লোকসভা নির্বাচনে মানুষ তৃণমূলকে অর্ধেক গর্তে ঢুকিয়ে দিয়েছে। আর ২০২১ এর বিধানসভা নির্বাচনে পুরোটা গর্তে ঢুকিয়ে দেবে”।