খোকাবাবু নয়, অভিষেককে বড়বাবু বলতে হবে বিজেপি নেতাদের, চ্যালেঞ্জ শওকতের

আমাদের ভারত, জীবনতলা, ১ ডিসেম্বর: তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক এক বিজেপি শীর্ষ নেতৃত্ব নাম না ধরে কেউ ভাইপো, কেউ ভাতিজা বলছেন। সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ তাঁকে খোকাবাবু বলেছেন। আর এই সব বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করে দক্ষিন ২৪ পরগনা জেলা যুব তৃণমূলের সভাপতি তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, “ভাইপো, ভাতিজা বা খোকাবাবু নয়, অভিষেককে আগামীদিনে বড়বাবু বলতে হবে এই বিজেপি নেতাদের।”

মঙ্গলবার বিকেলে ক্যানিং পূর্ব বিধানসভার কালিকাতলা হাইস্কুল মাঠে তৃণমূলের সভা থেকে শওকত বিজেপি নেতৃত্বকে এই চ্যালেঞ্জ জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষকে জংলী, জানোয়ার বলেও কটাক্ষ করেন শওকত। শওকত আরও বলেন, “শুনেছি দিলীপ ঘোষ বলেছেন এক একজন তৃণমূল কর্মীকে শ্মশানে পাঠাবেন, আমি চ্যালেঞ্জ করছি একজন তৃণমূল কর্মী যদি শ্মশানে যান তাহলে দশজন বিজেপি কর্মী শ্মশানে যাবেন।” এদিনের সভায় শওকত ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী ও অন্যান্য স্থানীয় নেতৃবর্গ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here