রাজ্যসভাতেও দেশের মঙ্গলের স্বার্থে নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করব, জানাল শিবসেনা সাংসদ

আমাদের ভারত,১০ ডিসেম্বর: মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট করলেও নাগরিকত্ব সংশোধনী বিল পাশে লোকসভার মত রাজ্যেসভাতেও সমর্থন করবে শিবসেনা বলে স্পষ্ট করেছেন দলের সাংসদ। যদিও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছেন। অমিত শাহ সেই সব প্রশ্নের কোন জবাব এখনো পর্যন্ত দেননি।

উদ্ধব ঠাকরে প্রশ্ন করেছেন, যে সব শরণার্থীরা ভারতবর্ষে আসছেন বা আসবেন তাদের কোথায় রাখা হবে তা স্পষ্ট করা হোক।

শিবসেনা সাংসদ অরবিন্দ শাওয়ন্ত স্পষ্ট জানিয়েছেন দেশের স্বার্থেই আমরা এই বিলকে সমর্থন করছি। নূন্যতম অভিন্ন কর্মসূচি শুধু মহারাষ্ট্রে প্রযোজ্য বলেও জানিয়েছেন তিনি। রাজ্যসভাতেও বিলকে সমর্থন জানানোর প্রশ্নে তিনি জানিয়েছেন ,রাষ্ট্রের মঙ্গলের জন্য সব সময় শিবসেনা সামনে দাঁড়িয়ে থাকবে।

যদিও নাগরিকত্ব সংশোধনী বিল দেশে অদৃশ্য বিভাজন রেখা তৈরি করবে বলে নিজেদের মুখপাত্র সামনে সমালোচনা করেছিল শিবসেনা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here