
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: রবিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিধানসভা এলাকায় “বাংলার গর্ব মমতা” কর্মসূচির তৃতীয় পর্বের কর্মসূচি “স্বীকৃতি সম্মেলন” পালিত হয়। ব্লকস্তর থেকে বুথ স্তর পর্যন্ত তৃণমূলের বসে থাকা পুরনো দলীয় কর্মীদের আহ্বান জানানো হয়েছিল এই কর্মসূচিতে। জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত দলীয় কর্মী উপস্থিত ছিলেন। ছিলেন খড়গপুর সদর কেন্দ্রের বিধায়ক প্রদীপ সরকার, শহর সভাপতি রবিশঙ্কর পান্ডে।
এই কর্মসূচিতে বসে থাকা প্রায় ৪৪ জন পুরনো দলীয় কর্মীদের ডেকে সংবর্ধনা দেওয়া হয় ও তাদের তৃণমূলের সংবিধান পাঠ করানো হয়। খড়্গপুরের পাশাপাশি এদিন মেদিনীপুরের কেশিয়াড়ী ২২৩ (এস.টি) বিধানসভা কেন্দ্রেও “বাংলার গর্ব মমতা” কর্মসূচির তৃতীয় পর্বের স্বীকৃতি সম্মেলন” হয়েছে। দলীয় কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্মু, ব্লক সভাপতি অশোক রাউত। এই কর্মসূচিতেও বসে থাকা পুরনো দলীয় কর্মীদের ডেকে সংবর্ধনা দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেসের সংবিধান পাঠ করানো হয়।