নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ জানুয়ারি:
বিজেপির পালে হাওয়া নিজেদের দিকে টানতে রাজ্যের ১০০ আসনে প্রার্থী দেবে শিবসেনা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল সহ সব জায়গাতেই প্রার্থী দিতে উঠে-পড়ে লেগেছে উদ্ধব ঠাকরের দল। বিজেপিকে বাংলার মসনদ দখল না করতে দেওয়ার জন্যই তারা প্রার্থী দিচ্ছে বলে জানিয়েছেন শিবসেনা নেতা অশোক সরকার।
মহারাষ্ট্রে বিজেপি–শিবসেনা জোট ভাঙতেই জাতীয় পর্যায়ে বিজেপিকে কোণঠাসা করার উদ্যোগ নিয়েছে শিবসেনা। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়’কে সমর্থন করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বিজেপি কে আক্রমণ করেছিলেন। তিনি ভালো করেই জানেন বাংলায় হিন্দু ভোটের আবেগকে কাজে লাগিয়ে বিজেপি নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। তাই শিবসেনার লক্ষ্য ১০০ আসনে প্রার্থী দিয়ে বিজেপির হিন্দু ভোটে থাবা বসানো। পাশাপাশি বিক্ষুব্ধ বিজেপিদের শিবসেনা নিয়ে আসা যাবে। আর তাহলে বাংলায় দিলীপ ঘোষ’দের অনেকটাই চাপে ফেলা যাবে বলে মনে করছেন শিবসেনার কেন্দ্রীয় নেতারা। এইজন্যই বাংলায় কয়েকটি আদিবাসী পার্টিকে সঙ্গে নিয়ে ১০০ আসনে প্রার্থী দেওয়ার তোড়জোড় শুরু করেছে শিবসেনা। উত্তরবঙ্গে আদিবাসী পরিষদ, উত্তরবঙ্গ সমাজ পার্টি সহ জঙ্গলমহলের কয়েকটি আদিবাসী সংগঠনের সঙ্গে এক হয়ে প্রার্থী দিতে চলেছে শিবসেনা।