
আমাদের ভারত, হাওড়া, ১৭ মার্চ: করোনার সংক্রমন নিয়ে সাবধানতা নিতে আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে শিবপুরের আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। আপাতত ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া হবে। এখানে প্রতিদিন আসা প্রাতঃভ্রমনকারী ও পর্যটকদেরও প্রবেশ নিষেধ করা হল। উল্লেখ্য এখানে বহু বিদেশি পর্যটক আসে।