
রণজিত রায়, আমাদের ভারত, হাওড়া, ১৪ মার্চ:
করোনার জেরে শিবপুর আইআইইএসটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আজ সেনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দু’সপ্তাহ বন্ধ থাকবে জাতীয় মর্যাদাপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর পার্থ সারথি চক্রবর্তী জানান, আগামী দশ দিন পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।তবে এই মুহুর্তে হস্টেল খালি করার কথা বলা হয়নি। তবে কোনও ছাত্রছাত্রী সাবধানতার জন্য মনে করলে নিজের বাড়িতে থাকতে পারে। যারা বাইরে আছে তাদের হস্টেলে ফিরতে বারণ করা হয়েছে। পড়াশোনার যাতে সমস্যা না হয় তার জন্য অন লাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে।