৪৫০ টাকায় রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করলেন শিবরাজ সিং চৌহান সরকার

আমাদের ভারত, ১৫ সেপ্টেম্বর: রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অর্ধেকেরও বেশি কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছেন, ১ সেপ্টেম্বর ও তার পরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এবং মুখ্যমন্ত্রী লাডলি বেহনা প্রকল্পে নাম নথিভুক্ত যে ব্যক্তিরা গৃহস্থালিতে ব্যবহারের জন্য রান্নার গ্যাস কিনছেন তারা সিলিন্ডারে সরকারি ভর্তুকি পাবেন।

তাই যারা এখনো মুখ্যমন্ত্রী লাডলি বেহেনা প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেননি তারা শীঘ্রই সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করিয়ে রাজ্য সরকারের ভর্তুকি পান। আগস্ট মাসেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে কমানোর কথা ঘোষণা করেছে মোদী সরকার। আসন্ন বিধানসভা নির্বাচন ও লোকসভা ভোটকে সামনে রেখে এই পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার বলে দাবি বিরোধীদের। শিবরাজ সরকার জানিয়েছে, কেন্দ্রীয় ভর্তুকি যারা পাবেন তাদেরও রাজ্য সরকারের দেওয়া সুবিধা পেতে সমস্যা হবে না। সকলেই ৪৫০ টাকা দিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন। আগামী নভেম্বর ডিসেম্বরে মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। তাকে সামনে রেখেই রাজ্যে বিজেপি সরকারের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে এপ্রিলে রাজস্থানে কংগ্রেস চালিত অশোক গেহলট সরকারও দরিদ্র সীমার নিচে থাকা রাজ্যবাসীদের জন্য ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া শুরু করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here