মর্মান্তিক! লাউদোহায় সিভিক ভলান্টিয়ার সহ তিন ভাই-বোনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার

জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ২৭ মে: রহস্যজনকভাবে একই ঘর থেকে তিন ভাই-বোনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার। শনিবার কাকভোরে মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল লাউদোহার লস্করবাঁধের আদিবাদী পাড়ায়। পারিবারিক অশান্তি, না অন্য কোনো কারণে অস্বাভাবিক মৃত্যু? গোটা ঘটনায় বিস্তর রহস্য দানা বেঁধেছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট পুলিশ।

পুলিশ সুত্রে জানাগেছে, মৃতদের নাম মঙ্গল সোরেন (৩৩), লাউদোহা থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত। তার বোন সুমি সোরেন (৩৫) কলকাতায় নার্সের কাজ করে। সপ্তাহ দুয়েক আগে বাড়িতে এসেছে। আর এক বোন সুকুমণি সোরেন (২৮) বাড়িতেই থাকত। তাদের বাবা হপনা সোরেন প্রাক্তন ইসিএল কর্মী। মা কয়েক বছর আগে মারা গেছেন।

ঘটনায় জানাগেছে, এদিন ভোরে তাদের বাবা হপনা সোরেন পুকুরে গিয়েছিল। ফিরে এসে দেখে দরজা বন্ধ। ধোঁয়া বেরতে দেখে শাবল দিয়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে। ততক্ষণে তিনজনের মৃতদেহ দগ্ধ হয়ে গেছে। ঘরের অন্যান্য আসবাবপত্রও পুড়ে গেছে। হপনা সোরেন জানান, “ধোঁয়া বেরোচ্ছিল। সেটা দেখে লোকজন ডাকলাম। দরজা ভেঙ্গে দেখি, তিনজনই পুড়ে গেছে। ঘরের ভেতর আগুন জ্বলছে। আগুন জল দিয়ে নেভানো হল। আশপাশের লোকজন তাদের হাসপাতালে নিয়ে যায়।”

অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ। তবে কিভাবে আগুন লাগল গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

তাদের প্রতিবেশী সাধন টুডু জানান,”অত্যন্ত ভাল পরিবার। ঘরে কোনো অশান্তি ছিল না।” জানা গেছে, মঙ্গল সোরেনের সম্প্রতি বিয়ের ঠিক হয়েছে। কয়েকদিন পরই বিয়ে। তার জন্য মেয়ের পরিবারের লোকজনও আসার কথা ছিল। তার আগে এহেন রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন, পারিবারিক অশান্তি চলছিল? তার জেরেই কি একসঙ্গে তিনভাইবোন আত্মহত্যা করল? যদিও পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *