আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৩ জানুয়ারি:
ফের খুন ব্যারাকপুর শিল্পাঞ্চলে। এবার টিটাগড়ে ঘরে ঢুকে গুলি করে এক মধ্য বয়োস্ক ব্যাক্তিকে খুন করল ২ দুষ্কৃতী। নিহতের নাম গুমানি খান (৪২)। ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার অন্তর্গত গোয়ালপাড়া নয়াবস্তি এলাকায়। নিহত ব্যক্তি তৃণমূল সমর্থক বলে জানা গেছে। গুমানী খান পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
জানাগেছে, আজ বিকেলে তিনি বাড়ি ফিরে ঘরে খেতে বসে ছিলেন, সেই সময় ২ দুষ্কৃতী গুমাণী খানের ঘরে ঢুকে তাঁকে গুলি করে খুন করে। নিহতের নাবালিকা মেয়ে ঘরে ঢুকে দেখে তার বাবার গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ ঘরে পড়ে আছে। খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পৌঁছন ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস। পুলিশ দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে। ব্যক্তিগত শত্রুতা না রাজনৈতিক কারনে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।