বুধবার থেকে রাজ্যে পুরোপুরি বন্ধ সিনেমা ও সিরিয়ালের শুটিং

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ মার্চ:
আগামী বুধবার থেকে ৩০ মার্চ পর্যন্ত সিনেমা, টেলিভিশন, ওয়েবসাইট সহ সমস্ত রকম শুটিং বন্ধ থাকবে। টলিউডের কলাকুশলীদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিনের বৈঠকে টলিউডের বিভিন্ন সংগঠনের কর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন টিভি চ্যানেলের কর্তারাও। মঙ্গলবার নন্দনে দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় ধরে মন্ত্রীর সঙ্গে টলিউডের কলাকুশলীদের বৈঠক হয়। বৈঠক শেষে অরূপ বিশ্বাস বলেন, পরবর্তী রিভিউ বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিনের বৈঠকের পর ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত সংবাদমাধ্যমকে বলেন, সর্বসম্মতভাবে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের জীবনের মূল্য সবার আগে। সেদিক বিচার-বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরিচালক রাজ চক্রবর্তীর গলাতেও ছিল একই সুর। তিনি বলেন, আগামীকাল থেকে কোনও শুটিং হচ্ছে না।

অভিনেতা অরিন্দম গাঙ্গুলি বলেন, যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্য কিছু ভাবনার এখন সময় নয়। আমরা চাই না কেউ আক্রান্ত হোক। এদিনের বৈঠকে অভিনেতা অরিন্দম গাঙ্গুলি, জুন মালিয়া সহ টলিউডের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *