বিনা অনুমতিতে ও সামাজিক দূরত্ব না মেনে নারায়ণগড়ের পথসাথীতে শুটিং, বিক্ষোভ স্থানীয়দের

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: অনুমতি ছাড়া এবং সামাজিক দূরত্ব না মেনে নারায়ণগড় থানা এলাকার পথসাথীতে শুটিং চলায় বিক্ষোভ দেখান স্থানীয়রা।শুটিংয়ের বিষয়টি পুলিশ থেকে বিডিও কেউই না জানায় এলাকাবাসীরা তার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে হাজির হয় নারায়ণগড় থানার পুলিশ। জানা যায় ওই শুটিং কোনও সিনেমা বা সিরিয়ালের জন্য ছিল না। হাওড়া থেকে আসা জনা কুড়ি পঁচিশ যুবক যুবতীর একটি টিমের ইউটিউবের শুটিং। যেখানে করোনা সংক্রমণ রোধে সামাজিক নিয়ম বিধি মানার কোনও চিহ্ন ছিল না। তাছাড়া রেড জোন হাওড়া থেকে এসে দীর্ঘক্ষণ তারা কিভাবে শুটিং চালাচ্ছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। শুটিং দেখতে ভিড় জমান এলাকাবাসীরা। ফলে বর্তমান করোনা সংক্রমণ আরো বৃদ্ধি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

এ বিষয়ে নারায়ণগড় ব্লকের বিডিও বিশ্বজিৎ ঘোষ জানান, “বিষয়টা আমার জানা ছিল না।এলাকাবাসীদের একজন আমাকে ফোন করেছিলেন। আমি তৎক্ষণাৎ নারায়ণগড় থানাকে জানিয়েছি। বর্তমান শুটিং বন্ধ রয়েছে এবং প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে”। সরকারি অনুমতি ছাড়া শুটিং চলল অথচ প্রশাসন জানল না এই প্রশ্নে সুর চড়িয়েছেন বিরোধীরাও।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here