সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৬ জুলাই: পুরুলিয়া জেলার কোটশিলা রেল স্টেশন সংলগ্ন বাজারে একটি স্টেশনারি দোকান ভস্মীভূত হয়ে গেল। আগুন দাউ দাউ করে জলতে থাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কারণ পাশাপাশি রয়েছে প্রচুর দোকান। যেকোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন স্থানীয়রা।
খবর পেয়ে ঝালদা থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ঘটনার তদন্ত করছে কোটশিলা থানার পুলিশ।