লকডাউনকে বুড়ো  আঙুল, বাজারে গিয়ে সবজি কেনার ধুম  সাধারণ মানুষ থেকে কর্তব্যরত পুলিশেরও

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ জুলাই:
করোনার সংক্রমণ কমাতে পৌরসভা জুড়ে ৮ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রশাসন। আর তার মধ্যেও কেনাকাটার ধুম পড়েছে 
জনগণের সঙ্গে পুলিশ প্রশাসনের। সামাজিক দূরত্বের বালাই নেই, মুখে মাস্ক ছাড়াই কেনাকাটায় ব্যস্ত খোদ পুলিশ কর্মী। এমনই চিত্র দেখা গেল উত্তর ২৪ পরগণার বনগাঁর শক্তিগড়ে।

সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রবিবার অর্থাৎ ২৬ জুলাই থেকে আগামী ২ আগস্ট রবিবার পর্যন্ত ৮ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন চলেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ পৌরসভা এলাকায়।রাস্তায় বেরলেই চলছে পুলিশের লাঠি। এমনকি চোর পুলিশ খেলার মতো তাড়িয়ে তাড়িয়ে ধরছে আইন অমান্যকারীদের। অন্য দিকের চিত্রটা একেবারে অন্য।খোদ পুলিশের সামনেই সামাজিক দূরত্ব না মেনেই 
চলছে কেনাকাটার ধুম। খোদ মহিলা পুলিশ কর্মীও মুখে মাস্ক ছাড়াই কেনাকাটাই ব্যস্ত। প্রশ্ন উঠেছে খোদ পুলিশ কর্মীরা 
যদি আইনকে বুড়ো আঙুল দেখায়, তাহলে জনগণ কি করবে! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *