আরামবাগে বন্ধ করে দেওয়া হল শপিং মল, বড় হোটেল ও রেস্তোরাঁ, প্রচারে নামল পুলিশ ও মহকুমা শাসক

গোপাল রায়, আরামবাগ, ২০ মার্চ: করোনা ভাইরাস রোধ করতে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য পথে নামল আরামবাগ মহকুমা শাসক ও আরামবাগ থানার পুলিশ।মূলত পথ চলতি মানুষকে লিফলেটের মাধ্যমে এই করোনা ভাইরাস কী ভাবে রোধ করা য়ায় তার প্রচার চালানো হয়।
আরামবাগের গৌরহাটি মোড়, হসপিটাল মোড় সহ বিভিন্ন এলাকায় এই প্রচার চলে।

সরকারি নির্দেশ মতো বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু রেস্তোরাঁ, শিশু উদ্যান ও শপিং মল। আজ সকাল থেকেই করোনা ভাইরাসের সতর্কতা প্রচার চলে। আরামবাগের মহকুমা শাসক পূর্ণেন্দু সিং বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের উপর নজর রেখেছেন। তাঁর নির্দেশ মতো আমাদের জেলাশাসক আমাদের কাজ করতে বলেছেন, আমরা তা করছি। পূর্ণেন্দুবাবু বলেন, এই মুহূর্তে প্যানিকের কোন ঘটনা ছড়ানো উচিৎ নয়। প্রতিটা ব্লকেই একটা করে আইডেন্টিফাই সেন্টার করা হয়েছে, যদি দরকার পড়ে, ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টি এখন কন্ট্রোলে আছে।তবে স্কুল কলেজে সব ছুটি দেওয়া হয়েছে এবং আজ থেকে শপিং মল ও বড় হোটেল, রেস্তোরাঁ বন্ধ করা হয়েছে। আগামী দিনেও পুরো বিষয়টির উপর নজরদারি রাখা হবে।

আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক নির্মল কান্তি দাস বলেন, করোনা ভাইরাস থেকে দূরে সরে থাকতে মানুষকে সচেতন করতে লিফলেট বিলি করা হয়। যাতে সবাই সুস্থ থাকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here