নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ জানুয়ারি:
আগামী ১৮ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে সভা করবেন শোভন চট্টোপাধ্যায়। বুধবার কলকাতার হেস্টিংসে দলীয় অফিসে এই কথা জানান তিনি। শুধু সভা নয়, ডায়মন্ড হারবারে একটি মহামিছিলের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে কলকাতাসহ দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব দিয়েছে বিজেপি। দলে সক্রিয় হওয়ার পর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে রাজ্য বিজেপির হয়ে প্রথম বড় কর্মসূচি নিলেন। পাশাপাশি গোটা দক্ষিণ ২৪ পরগনায় আগামীতে তিনি যে বড় সভা করছেন তাও ঠারেঠোরে বুঝিয়ে দেন কলকাতার প্রাক্তন মেয়র।
দলীয় অফিসে আগামীতে নিজের কর্মসূচি ঘোষণার করার পর তৃণমূল কংগ্রেস নেতৃত্বকেও কড়া ভাষায় আক্রমণ করেন। কুণাল ঘোষকে সরাসরি পকেটমার বলে আখ্যা দেন তিনি। কয়েকদিন আগেই তৃণমূলের প্রাক্তন সাংসদ সারদা-কাণ্ডে শোভন চ্যাটার্জির গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন মেয়র যুক্ত বলেও অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ। সেই প্রসঙ্গে এদিন শোভন চ্যাটার্জি বলেন, কোনও পকেটমারের কথার উত্তর আমি দিই না।