
আমাদের ভারত, ৯ ডিসেম্বর: কোনও মিউজিক নয়, শুধু খালি গলায় গান গেয়ে মাত করলেন শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এই ভিডিও তিনি সোস্যাল মিডিয়ায় আপ করেছেন। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ শুনেছেন সেই গান।
১৯৪৬ সালের ছবি, জাহানারা’র জনপ্রিয় গান, “ম্যায় তেরি নজরকা সুরুর হু” খালি গলায় গেয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রেয়া। ইতিমধ্যেই ভিডিও ভাইরাল। ক্যাপশনে লিখেছেন, “এমনিই গান গাইতে ইচ্ছে করল। ভিডিওটি পোস্ট করার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে শ্রোতা।
গানের গলার মতই মিষ্টি স্বভাব শ্রেয়ার। সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়। তিনি তাঁর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই গান শেয়ার করেন, নিজের জীবনের মজার ঘটনা বা কোনও সমস্যায় পড়লে তাও শেয়ার করেন।
ক্লিক করে দেখুন ভিডিও