নন্দীগ্রামের গণহত্যাকারীদের এখনো শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি:
বিশ্ব নারী দিবসে নন্দীগ্রামে গণহত্যায় দোষীদের এখনো শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রাম সীতানন্দ কলেজ মাঠে, বিশ্ব নারী দিবসে একটি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে নন্দীগ্রাম জমি আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্রহণকারী শহিদ মাতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন, জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

তবে নন্দীগ্রাম গণহত্যার ঘটনার পর এত বছর কেটে গেলেও দোষীরা শাস্তি না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নন্দীগ্রামে আন্দোলনে মহিলাদের ভূমিকা ছিল অপরিসীম। এই জমি আন্দোলনে চারজন মহিলা আত্মবলিদান দিয়েছেন এছাড়া মহিলারা না থাকলে এই নন্দীগ্রামে আমরা জয়লাভ করতে পারতাম না। তিনি আরো বলেন, নিজের এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় নিজের উদ্দ্যোগে এই অনুষ্ঠান করছি আগামীদিনে এটা আরো বড়ো করে করার কথা জানান। এই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন নন্দীগ্রামে মহেশ্বেতা দেবীর নামে একটি পার্ক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *