নেতাই দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে সাতসকালে হাজির শুভেন্দু অধিকারী

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ জানুয়ারি:
অন্যান্য বছরের মতই নেতাই দিবসে সাত সকালে নেতাই পৌঁছলেন শুভেন্দু অধিকারী। গ্রামে ঢুকেই শহিদ-স্মরণ নিয়ে রাজনীতির অভিযোগ তুললেন শুভেন্দু। বলেন, আমি এখানে কোনওদিন রাজনীতি করিনি।

প্রসঙ্গত ২০১১ সালের ৭ জানুয়ারি। লালগড়ের নেতাইয়ে গুলিতে নিহত হন ৯ জন গ্রামবাসী। এই ঘটনাকে সামনে রেখেই তৃণমূল ‘নেতাই দিবস’ পালন করে। এতদিন তৃণমূলের তরফে শুভেন্দুই যেতেন শহিদ-তর্পণে সামিল হতে। কিন্তু এ বছর ছবিটাই বদলে গিয়েছে। শুভেন্দু অধিকারী এখন বিজেপি নেতা। তাই নেতাই দিবসকে সামনে রেখে তৃণমূলও আলাদা কর্মসূচি নিয়েছে। সেখানে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্ররা। কিন্তু এদিন অন্যান্য বছরের মতোই নেতাই গ্রামে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান শহিদ বেদীতে মাল্যদানের পর এলাকার মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

মূল অনুষ্ঠানের পর তিনি তৃণমূলের প্রতিনিধিদের নেতাই-সফরের সমালোচনা করে বলেন, “আমি এখানে ১১ বছর ধরে আসছি। আর শহর থেকে লোকেরা আসছে ভোটের আগে। এখানকার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। কেউ যদি গত ১০ বছর জেলে কাটিয়ে এসে ভাবে এই সম্পর্ক ভাঙবে তাহলে ভুল করবে।”

তিনি আরো বলেন এ বছর এসে দেখলাম তৃণমূলের পতাকায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। এটা খুবই খারাপ হল, এর জবাব মানুষ দেবে। তিনি বলেন, “নেতাইয়ের ঘটনার জন্য শুধু সিপিএমই দায়ী ছিল না। জনসাধারণের কমিটির নামে গোটা এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার জন্যই এত লোক মারা গিয়েছে। তারা এসে এখন গণতন্ত্রের কথা বলবে, শুভেন্দুকে লালগড়ে আটকে দেব বলছে, ক্ষমতা থাকলে আটকে দেখাক।” এভাবেই নাম না করে ছত্রধর মাহাতোকে আক্রমণ করেন শুভেন্দু।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here