
জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ আগস্ট:
বিশ্ব আদিবাসী দিবসে সরকারি অনুষ্ঠান হলেও শুভেন্দু অধিকারী যোগ দিলেন আদিবাসী সমাজ সংগঠনের অনুষ্ঠানে। রবিবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে পিয়ালগেড়িয়াতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি ঝাড়গ্রামের জেলাশাসকের অফিস সংলগ্ন সিধু-কানু হলে সরকারিভাবে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু সেই প্রশাসনিক অনুষ্ঠানে না দেখা গেলেও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আদিবাসী সংগঠনের সভায় দেখা গেছে।
সেখানে তিনি আদিবাসী দিবস উপলক্ষ্যে বিপ্লবী সিধু, কানু, চাঁদ, ভৈরব এবং বিরসা, মুন্ডার স্বাধীনতা সংগ্রামের অবদানের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর পঞ্চাশটি ক্লাবকে ফুটবল ও অন্যান্য খেলার সামগ্রী তুলে দেন। এছাড়াও দশটি ক্লাবকে মাদল ধামসা দিয়ে সহযোগিতা করেন। পরিশেষে তিনি জঙ্গলমহলের আদিবাসী মানুষদের সঙ্গে রয়েছেন বলে জানিয়ে তার সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দেন।