পুরুলিয়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী, পাশে নেই তৃণমূল

সাথী দাস, পুরুলিয়া, ২২ নভেম্বর : পুরুলিয়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারীর পাশে নেই তৃণমূল। আজ পুরুলিয়ার দুটি পূজোর অনুষ্ঠানে বরং পাশে দেখা গেল কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে। দুর্গা পুজোর আগে থেকে রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তৃণমূল মন্ত্রী শুভেন্দু অধিকারী পুরুলিয়ায় জগদ্ধাত্রী পুজোয় একপ্রকার নীরবই থেকে গেলেন। তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে একটি শব্দ খরচ করেননি।  তবে এদিনের পরিস্থিতি শুভেন্দুর দল ছাড়ার জল্পনাকে আরও বাড়িয়েই দিল।

পুরুলিয়া শহরের ভারত সেবাশ্রম আশ্রম সংঘের বস্ত্র বিতরণ অনুষ্ঠান ও জগদ্ধাত্রী পুজোয় অংশগ্রহণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর পাশে দেখা গেল না কোনো স্তরের তৃণমূল নেতাকর্মীদের। তবে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ মুখার্জী, ব্রাত্য তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, রঘুনাথপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সহ তাঁর অনুগামীরা। যদিও পুরুলিয়া শহরের সরকার পাড়ার জগদ্ধাত্রী পূজোর প্রধান উদ্যোক্তা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম রায়।

এদিন প্রথমে পুরুলিয়া শহরের ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। সেখান থেকে পুরুলিয়া শহরের সরকারপাড়া জগদ্ধাত্রী পুজোয় অংশগ্রহণ করে প্রদীপ উজ্জ্বলন করে পুজোর উদ্বোধন করেন তিনি। সেখানেও তিনি দুঃস্থদের শীত বস্ত্র বিতরণ করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here