ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদায় জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন শুভেন্দু অধিকারী

রাজেন রায়, কলকাতা, ৩১ ডিসেম্বর: তৃণমূলে থাকাকালীন ক্যাবিনেট অনুযায়ী পরিবহণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি। এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর ক্যাবিনেট মর্যাদা সমতুল্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নতুন বছরে তাকে এই দায়িত্ব দেওয়া হবে।

সূত্রের খবর, ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রক থেকে শুভেন্দু অধিকারীকে ফোন করা হয়েছে। তাঁর বায়োডাটা চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের এই পদ কেন্দ্রীয় মন্ত্রীর পদের সমান। কেন্দ্রের কোনও মন্ত্রী যে সব সুবিধা পান, সে সকল সুবিধা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকেও দেওয়া হয়।

প্রসঙ্গত, শুভেন্দু এর আগে রাজ্যে এইচআরবিসি এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। বিধায়ক থেকে মন্ত্রী পদের দায়িত্ব ছিল তাঁর। সব ত্যাগ করেই তিনি মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সভায় বিজেপিতে যোগ দেন। তারপরে তাকে যোগ্য সম্মান দিয়ে বরণ করে নিতে চাইছে বিজেপি। যাতে আগামী বিধানসভা নির্বাচনে মেদিনীপুরের অংশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here