জাতীয় পতাকার স্বীকৃতিদিবসে পতাকার গরিমা স্মরণ শুভেন্দু অধিকারীর

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, কলকাতা, ২২ জুলাই: ১৯৪৭ সালের এই দিনে, ভারতের গণপরিষদ স্বাধীন ভারতের জন্য, জাতীয় পতাকাটির চূড়ান্ত নকশা গ্রহণ করেছিল; ১৯৪৭-এর ১৫ আগস্ট প্রথমবারের মতো উত্তোলন করা হয়েছিল।

জাতীয় পতাকার ছবির নিচে বৃহস্পতিবার এই তথ্য দিয়ে পতাকার গরিমা স্মরণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভারতের জাতীয় পতাকার কেন্দ্রস্থলে ২৪টি দণ্ডযুক্ত ঘন নীল রঙের অশোকচক্র সংবলিত গেরুয়া, সাদা ও ভারতীয় সবুজ এই তিন রঙের একটি আনুভূমিক আয়তাকার পতাকা। ১৯৪৭ সালের ২২ জুলাই আয়োজিত  গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয়। পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কাইয়া কৃত “স্বরাজ” পতাকার আদলে।

পতাকার মহিমার উল্লেখ করতে গিয়ে শুভেন্দুবাবু টুইটে লিখেছেন, “শীর্ষে গৈরিক শক্তি এবং সাহসের প্রতীক, মাঝখানে সাদা শান্তি এবং সত্যকে উপস্থাপন করে এবং নীচে সবুজ জমির উর্বরতা, বৃদ্ধি এবং শুভতা বোঝায়। অশোকচক্র দেখায় যে চলমানতাযই জীবন এবং স্থবিরতায় রয়েছে মৃত্যু।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *