দলদাস থেকে ক্রীতদাস হয়েছে পুলিশ: শুভেন্দু

আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: গতকাল নন্দীগ্রামে আক্রান্ত বিজেপি কর্মীদের হাসপাতলে দেখতে গিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ প্রশাসনের সমালোচনা করেছেন। মঙ্গলবার বজরং কমিটির ধর্মীয় অনুষ্ঠানে আসার সময় কয়েকজন বিজেপি কর্মীর উপর আক্রমণ চালানো হয়। আক্রান্ত কর্মীদের দেখতে তিনি আজ নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল সরকারের পাশাপাশি পুলিশকেও  আক্রমণ করে বলেন, ‘পুলিশ রাজ্য সরকারের দলদাস থেকে এখন হয়েছে ক্রীতদাসে পরিণত হয়েছে।’’

মঙ্গলবার নন্দীগ্রামের ধর্মীয় অনুষ্ঠানে শুভেন্দুবাবু যোগ দিয়েছিলেন। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিজেপি কর্মীরা সেই অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় তাদের একটি গাড়িতে হামলা হয়েছিল। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহতদের দেখতে বুধবার নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে শুভেন্দু জানান, মঙ্গলবারের হামলার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তালিকায় থাকা দুষ্কৃতীদের না ধরে পুলিশ অন্য ২ জনকে  গ্রেফতার করেছে। শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশ সেটিং হয়ে গিয়েছে। যাঁরা অভিযুক্ত, তাঁদের পুলিশ ধরছে না। আমাদের দাবি, ১৭ জনকেই গ্রেফতার করতে হবে।”

মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে বুধবার এক ঘণ্টার প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিজেপি নেতাকর্মীরা। আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন,”মানুষকে কষ্ট না দিয়ে নিজের ধর্মের প্রতি আস্থাশীল হয়ে নন্দীগ্রামের সর্বত্র গণতান্ত্রিকভাবে প্রতিবাদ আন্দোলন করা হচ্ছে। নন্দীগ্রাম ভারতের বাইরে নয়। এখানেও প্রত্যেকের নিজের নিজের রাজনৈতিক, ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতা আছে। এই স্বাধীনতায় হস্তক্ষেপ করলে যুব সমাজকে নিয়ে জমি রক্ষার আন্দোলনের মতোই লড়াই করব।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here