এবার নন্দীগ্রামে চালু হল শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র

আমাদের ভারত, মেদিনীপুর, ১০ ডিসেম্বর: একুশের নির্বাচনের দিন যত এগিয়ে আসছে শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা ততই প্রকট হচ্ছে। এরইমধ্যে শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের রেয়াপাড়াতে খোলা হল শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র। যা নিয়ে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে শুভেন্দু অধিকারী নিজে কোনও কথা বলতে চাননি।

জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কনিষ্ক পান্ডা বলেন, শুভেন্দুবাবু কি করছেন আর কি করবেন সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। আজ বৃহস্পতিবার রীতিমতো পুজোপাঠ করেই কার্যালয়ের উদ্বোধন হয়। দাদার অনুগামীরা সেই অফিসে  আজ নতুন করে বোর্ড লাগিয়েছে। বোর্ডে লেখা রয়েছে শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র।

এর আগে দেখা গিয়েছিল পুরুলিয়া জেলায় দাদার অনুগামীদের কার্যালয় খুলতে। এর পরেই শুভেন্দুর নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে চালু হল শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র। যা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি শুভেন্দু বিজেপিতে না গিয়ে নতুন কোনও দল গড়ছেন? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here