গাঁজা মামলায় জেল বন্দি শুভজিত মাহাতোর বাড়িতে গিয়ে শুভেন্দুর সান্ত্বনা

সাথী দাস, পুরুলিয়া, ৪ ফেব্রুয়ারি: আর তিন মাস অপেক্ষা করুন। ছেলে বাড়ি ফিরবে। এইভাবেই পুরুলিয়ার গাঁজা মামলায় জেল বন্দি শুভজিত মাহাতোর মাকে সান্ত্বনা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ
পুরুলিয়ার জয়পুরে সভা শেষ করে চাষ মোড়ের কাছে জেল বন্দি শুভজিত মাহাতোর বাড়িতে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি, বিজেপি নেতা গৌতম রায় প্রমুখ। তাঁরা দেখা করেন শুভজিতের মা, বাবা এবং বোনের সঙ্গে। শুভেন্দুকে কাছে পেয়ে শুভেন্দুর মা সাধনা মাহাতো কান্নায় ভেঙে পড়েন। তাঁকে সান্ত্বনা জানিয়ে শুভেন্দু বলেন, “আর তিন মাস অপেক্ষা করুন। মিথ্যে মামলা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরবে শুভজিত।”

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক শুভজিত মাহাতোকে তিন বছর আগে বাড়ি থেকে তুলে গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের কালীঘাট অফিসের নির্দেশে এই কাজ করেছে পুলিশ বলে আজই অভিযোগ করেন শুভেন্দু।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here