হলদিয়ায় শুভেন্দু অনুগামীদের তৃণমূল হীন বিরাট পদযাত্রা

আমাদের ভারত, হলদিয়া, ২৪ নভেম্বর: খেজুরির হার্মাদ মুক্ত দিবসের স্মরণে আজ হলদিয়ায় শুভেন্দু অধিকারীর অনুগামীদের পদযাত্রা। তৃণমূলের নাম গন্ধহীন এই পদযাত্রায় পা মেলালেন কয়েক হাজার শুভেন্দু অনুগামী। ২১ নভেম্বরের যুব তৃণমূলের পাল্টা পদযাত্রা বলে ধারণা অনেকের।

হলদিয়ার দুর্গাচকের এক্সাইড মোড় থেকে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত শুভেন্দু অনুগামীরা আজ বিকালে বিশাল মিছিল করে খেজুরির ২৪ নভেম্বরের হার্মাদ মুক্ত দিবস এর স্মরণে। শুভেন্দু অধিকারী ছাড়াই কয়েক হাজার কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করে। শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া গেঞ্জি ও মুখোশ পরে অনুগামীরা মিছিলে যোগ দেয়। “বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী জিন্দাবাদ” শ্লোগান উঠে মিছিল থেকে। কয়েক হাজার কর্মী সমর্থক এই মিছিলে যোগ দিলেও মিছিলে তৃণমূলের কোনও চিহ্নই ছিল না।

পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের মুখপাত্র মধুরিমা মন্ডল ও কয়েকজন স্থানীয় নেতা যোগ দিয়েছিলেন মিছিলে। কোনও বড় মাপের জেলা স্তরের বা রাজ্য স্তরের কোনও তৃণমূলের নেতাকে দেখা যায়নি এই মিছিলে। গত ২১ নভেম্বর এই একই জায়গাতেই তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে মিছিল হয়। সেখানেও কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মেলান মিছিলে। আজকের এই মিছিল সেই মিছিলের পাল্টা মিছিল বলে অনেকে মনে করছেন। তবে আজকের মিছিলে শুভেন্দু অনুগামীদের উপস্থিতির সংখ্যা কপালে ভাঁজ ফেলেছে তৃণমূল নেতৃত্বের বলে অভিমত শুভেন্দু অনুগামীদের।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here