মমতা ব্যানার্জি আমাদের মা! শুভেন্দু ভুল করছে, বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ ডিসেম্বর : “যারা দল ছেড়ে যাচ্ছে ৩১ শে মের পর কপাল চাপড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ২৩০ আসন নিয়ে ক্ষমতায় আসবে, চ্যালেঞ্জ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তাঁর বক্তব্য, শুভেন্দু ভুল করছে। যারা এখন দল ছাড়ছে, ২০২১ সালের ৩১ মের পর তারা তৃণমূল ভবনে ফের দরজার বাইরে লাইনে দাঁড়াবে। হাবড়ায় বঙ্গধ্বনী যাত্রায় প্রচারে বেরিয়ে মন্তব্য রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।

মমতা ব্যানার্জি আমাদের ‘মা’, তাই মাকে ছেড়ে এভাবে চলে যাওয়া যায় না দলছুটদের নিয়ে মন্তব্য জ্যোতিপ্রিয়র।

বঙ্গধ্বনী যাত্রায় এসে কয়েকশো দলীয় কর্মী নিয়ে হাবড়া যশোর রোডে পদযাত্রায় এসে খাদ্যমন্ত্রী বললেন, আমার লিভারের নাম মমতা ব্যানার্জি, ফুসফুসের নাম মমতা ব্যানার্জি, হৃদয়ের নাম মমতা ব্যানর্জি, হাবড়ায় আগামী ২১ শে নির্বাচনের জন্য যারা তৃণমূল ছেড়ে অন্যদলে যাচ্ছেন তারা আগামী একুশে ৩১ শে মে মাসের পর ফের দলে আসবার জন্য লাইন দেবেন এমনটাই দাবি খ্যাদ্যমন্ত্রীর।’

শুভেন্দু অধিকারী’ দল ছাড়ার প্রসঙ্গে জ্যেতিপ্রিয় মল্লিক জানান, ২১৭ জন বিধায়ক তৃণমূল থেকে চলে গেলেও মমতা ব্যানার্জির কিছু যায় আসে না। সমুদ্র থেকে দু-এক ঘটি জল এদিক-ওদিক হলে কিছু যায় আসে না দলের।তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক যারা ছিলেন তারা সবাই এখনো দলে রয়েছেন। একুশে মমতা ব্যানার্জি ২৩০ টি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবেন।

পাশাপাশি খাদ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, হাবড়ায় কারো ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে দাঁড়াক, এটা রাজনৈতিক লড়াইয়ের চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের ‘মা’তাই মাকে ছেড়ে এভাবে চলে যাওয়া যায়না।যারা মাকে ছেড়ে এভাবে চলে যাচ্ছেন তারা প্রকৃত ভাবে মায়ের (মমতার)সন্তান নয় দাবি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here