প্রতিশ্রুতি রাখলেন শুভেন্দু, একদিন পরেই দিলেন এক লক্ষ টাকা

জে মাহাতো, মেদিনীপুর, ৫ জানুয়ারি: গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে গত ২০০১ সালে ৪ঠা জানুয়ারি ছোট আঙারিয়ার ঘটনায় নিহত জয়ন্ত পাত্রের পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, মঙ্গলবার সেই কথামতো ধাদিকা বিজেপির দলীয় কার্যালয়ে জেলার সভাপতি শমিত কুমার দাসের উপস্থিতিতে নিহত জয়ন্ত পাত্রর বৌদির হাতে তুলে দেওয়া হলো এক লক্ষ টাকা আর্থিক সাহায্য, তবে যেই দলের জন্য জয়ন্তর প্রাণ বলিদান, সেই দলের উপর কার্যত ক্ষোভ উগরে দেন জয়ন্তর বৌদি মিতা পাত্র। এদিন তিনি বলেন, সামান্য পরিমান খাদ্য শস্য, পুরনো কাপড় এইসব দিতেন, এইভাবে দলকে আক্রমন করতে দেখা গেল শহীদ পরিবারকে। তবে বিজেপির এই সাহায্যে খুশি পরিবার, এছাড়া ওই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মদন রুইদাস, জেলা সাধারণ সম্পাদক রাজিব কুণ্ডু সহ একাধিক বিজেপি নেতা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here