বিজেপিতে যোগদানের পরে শুভেন্দুর প্রথম অরাজনৈতিক পদযাত্রা নন্দীগ্রামে

আমাদের ভারত, নন্দীগ্রাম, ২৯ ডিসেম্বর : বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বজরংবলীর পুজো উপলক্ষ্যে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির
পর্যন্ত বর্ণাঢ্য মিছিল হল আজ।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরে নন্দীগ্রামে এই প্রথম কোনও অনুষ্ঠানে যোগদান করলেন। আজকের এই অনুষ্ঠান ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। রাজনৈতিক পতাকা ছাড়াই হাজারে হাজারে মানুষ এই মিছিলে যোগদান করেন। বর্ণাঢ্য এই পদযাত্রায় যোগদানকারীদের হাতে ছিল জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকা এবং হলুদ রঙের ওঁ লেখা পতাকা। শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হলেও এই পদযাত্রা ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। কোনও রাজনৈতিক দলের পতাকা এখানে ছিল না। ঢাক ঢোল কীর্তনের সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে কর্মী সমর্থকরা এই মিছিলে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। অগণিত মানুষকে সঙ্গে নিয়ে একটি হুডখোলা জিপে এই মিছিলে যোগ দেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজৈপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়েক ও বিজেপির স্থানীয় কয়েকজন নেতা। তিন কিলোমিটার রাস্তা পরিক্রমা করতে প্রায় দু ঘণ্টা সময় লেগে যায়। মানুষের ভিড়ে নন্দীগ্রামের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়। নন্দীগ্রাম বাস স্ট্যান্ড হয়ে এই পদযাত্রা শেষ হয় জানকী মন্দিরে। সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী বজরং বলির উদ্দেশ্যে পুজো দেন। পুজো দেওয়ার পরে সেখানে বক্তব্য রাখেন উপস্থিত মানুষদের উদ্দেশ্যে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here