
আমাদের ভারত, ২৮ মার্চ: পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বুধবারের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার টুইটারে তিনি প্রশ্ন তুলেছেন, “পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ২৯ মার্চ নির্ধারিত পরীক্ষা স্থগিত করার জন্য ‘অনিবার্য পরিস্থিতি’ কি তা ব্যাখ্যা করতে পারে? সেদিনই কি ভাইপোর কলকাতায় সমাবেশের কারণে আপনি ছাত্র পাঠানোর চাপে আছেন?”
প্রসঙ্গত, বুধবার রাজনীতির রাজযোটক দেখতে চলেছে কলকাতা। একই দিন প্রায় কাছাকাছি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ। মমতার ধর্না রেড রোডে।
মঙ্গলবার বেলা ১১টা ৪০-এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মহুয়া দাসকে শুভেন্দুবাবুর টুইট সম্পর্কে প্রতিক্রিয়া হোয়াটসঅ্যাপে জানতে চাওয়া হয়। বেলা ১টা পর্যন্ত তার জবাব মেলেনি।