অমূল্য সহ শুভেন্দু অনুগামীদের সরানো শুরু

আমাদের ভারত, মেদিনীপুর, ৯ ডিসেম্বর: পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের মত পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুভেন্দু অধিকারীর অনুগামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। গত শনিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর এবং ভগবানপুর দু’নম্বর ব্লকের শুভেন্দু অনুগামী ব্লক সভাপতিদের সরানোর পর আজ পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম রায়কে দল থেকে সরিয়ে দেওয়া হয়। এবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ কর্মাধ্যক্ষ অমূল্য মাইতিকেও সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী তাকে সরানোর কথা বলে গেছেন বলে খবর। গত শুক্রবার তার সরকারি নিরাপত্তা তুলে নেওয়া হয়। এরপর ৭২ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ থেকে কার্যত শুভেন্দুর অনুগামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত স্পষ্ট হচ্ছে। এ বিষয়ে এখনও অমূল্য মাইতির প্রতিক্রিয়া জানা যায়নি।

দলের একটি সূত্র থেকে বিষয়টি জানা গেছে। সোমবার জনসভা করার পর মুখ্যমন্ত্রী মেদিনীপুর সার্কিট হাউসে থেকে যান। মঙ্গলবার তিনি সকালে রানীগঞ্জে উড়ে যাওয়ার আগে দলের জেলা সভাপতি অজিত মাইতি এবং জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরার সঙ্গে কথা বলে অমূল্য মাইতিকে  সরানোর নির্দেশ দিয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। তবে এর সত্যতা স্বীকার করলেও জেলা সভাপতি অজিত মাইতি আর কোনও কথা বলেননি। মুখ্যমন্ত্রীর সভায় সোমবার দলের আরও বেশকিছু নেতা হাজির ছিলেন না। মুখ্যমন্ত্রী তাদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বলে জানাগেছে। অমূল্য মাইতি ১৯৯৮ সাল থেকে তৃণমূল করছেন। প্রথমে তিনি জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন। তারপর ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর খাদ্য কর্মাধ্যক্ষ হন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here