আমাদের ভারত, মেদিনীপুর, ২২ ডিসেম্বর: অমিত শাহের জনসভায় শুভেন্দু অধিকারী ও তার কিছু অনুগামীর দলবদলের পর পশ্চিম মেদিনীপুর জেলায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে। কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা না দিয়েই জেলা পরিষদের দুজন কর্মাধ্যক্ষ সেদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগদান করেছেন। এই দুই নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হলেন রমাপ্রসাদ গিরি এবং অমূল্য মাইতি। দলত্যাগী ওই দুই নেতার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।
জেলা তৃণমূল সূত্রে জানা গেছে, ওই দুই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনার বিষয়েও আলোচনা চলছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী ওই দুই কর্মাধ্যক্ষের বক্তব্য, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা পরিষেবা দেওয়ার কাজ করে যাবেন।
জেলা তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি জানিয়েছেন, কেউ কেউ দলে নাও থাকতে পারেন। সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এখনো পর্যন্ত ওই দুই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে দলের সঙ্গে তাদের আর কোনও সম্পর্ক নেই।