ইস্যু সিএএ ও এনআরসি: প্রধানমন্ত্রীর কথায় সম্পূর্ণ ভরসা আছে, বললেন শিবসেনা প্রধান

আমাদের ভারত,২৫ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে যখন বিরোধীরা এমনকি এনডিএর বেশকিছু শরিকও বিরোধিতা করছে তখন জোট ছেড়ে যাওয়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে দাঁড়ালেন মোদীর পাশে। বললেন তার সম্পূর্ণ ভরসা রয়েছে মোদীর।

উদ্ভব বলেছেন, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলীলা ময়দানে সিএএ এন আর সি নিয়ে যে বক্তব্য রেখেছেন তাতে সম্পূর্ণ ভরসা করেন তিনি। আর তিনি এই মন্তব্য করেছেন মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকের সময়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, রামলীলা ময়দানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যে কথা বলেছেন তাতে আমার ভরসা রয়েছে। মুসলিম নেতাদের সঙ্গে উদ্ভবের এই বৈঠকে সমাজবাদী পার্টির নেতা আবু আজমিও উপস্থিত ছিলেন।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধিতায় আজ প্রায় গোটা দেশ উত্তাল। বিক্ষোভ চলছে একাধিক রাজ্যে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বস্ত করে বলেছেন এনআরসি এবং এনপিআরের মধ্যে কোন যোগাযোগ নেই। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তিনি বলেন, এই আইনে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া কোন বিষয় নেই। এই আইন শুধুমাত্র নাগরিকত্ব দেবার জন্য তৈরি করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here