এয়ার এ্যাম্বুল্যান্স করে গঙ্গাসাগর থেকে অসুস্থ তীর্থযাত্রীকে পাঠানো হল কলকাতার হাসপাতালে

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ১২ জানুয়ারি:
প্রতিবছরই গঙ্গাসাগর মেলায় এসে অসুস্থ হয়ে পড়ে দু একজন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। আর সেই কারণেই এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে গুরুতর অসুস্থ তীর্থযাত্রীদের জন্য এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। রবিবার বিকেলেই মেলা প্রাঙ্গণে গুরুতর অসুস্থ হয়ে পড়া হাওড়া ও অসমের বাসিন্দা দুই তীর্থযাত্রীকে গঙ্গাসাগর প্রাঙ্গণ থেকে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হল কলকাতায়।

অসম থেকে অনিমা দাস নামে এক বছর সাতান্নর মহিলা গঙ্গাসাগরে এসেছিলেন মকর সংক্রান্তি তিথিতে গঙ্গা সাগরে পুণ্যস্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু এখানে এসে শুক্রবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ একদিকে যেমন কমে যাচ্ছিল, তেমনি তার শরীরও স্বাভাবিকের তুলনায় ঠাণ্ডা হয়ে পড়ছিল। সাগর প্রাঙ্গণের হাসপাতালের আইসিইউতে চিকিৎসা করেও ওনার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

অন্যদিকে হাওড়ার আমতার বাসিন্দা বিকাশ বেজ (৫০) এদিন গঙ্গাসাগর মেলায় বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়েন। তিনি হৃদরোগে আক্রন্ত হন। তাকেও জেলা প্রশাসনের তরফ থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের গঙ্গাসাগর মেলাকে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি অত্যাধুনিক করে গড়ে তুলেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। মেলার নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অন্যান্য নানারকম ব্যবস্থাও এবারের মেলায় করা হয়েছে। তবে এসবের মধ্যে মেলায় পূণ্যার্থীদের স্বাস্থ্য পরিষেবার উপর যথেষ্ট জোর দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। গঙ্গাসাগর মেলায় পর্যাপ্ত হেলথ ক্যাম্প, হাসপাতাল, আইসিইউ সহ অত্যাধুনিক স্বাস্থ্য ব্যবস্থা করা হলেও গুরুতর অসুস্থ তীর্থযাত্রীদের জন্য এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক ডঃ পি উল্গানাথন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here