পরীক্ষা দিতে এসে অসুস্থ দুই মাধ্যমিক পরীক্ষার্থী, ৪৫ মিনিট পর হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল

আমাদের ভারত, বনগাঁ, ২৪ ফেব্রুয়ারি: পরীক্ষা রুমে অসুস্থ হয়ে হাসপাতে ভর্তি দুই মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর বনগাঁ হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিল দুই পরীক্ষার্থীl ছাত্রীদের নাম আয়েশা মণ্ডল ও বিপাশা নাগ। উত্তর ২৪ পরগনার বনগাঁ কুমুদিনী বালিকা বিদ্যালয়ের পড়ুয়া। তাঁদের মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র ছিল সুভাষপল্লী গৌরী সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়েl

সোমবার অংঙ্ক পরীক্ষার দিন সময় মত পরীক্ষা দিতে এসে পরীক্ষার কিছু সময় আগে অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে গিয়ে আসে পরিবারের লোকেরা। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পরে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী বিপাশা নাগ। তাকেও বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিল বনগাঁ হসপিটালের বেডে বসেই l খবর পেয়ে অসুস্থ পরীক্ষার্থীদের দেখতে আসেন বনগাঁ প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। তারা যাতে পরীক্ষা দিতে পারে তার সমস্ত রকম সাহাস্যের অশ্বাস দেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে আয়েশা শ্বাস কষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here