রাজ্যে মুসলিমদের শান্তিপূর্ণ আন্দোলন করার কথা বললেন সিদ্দিকুল্লা চৌধুরী

নীল বনিক, আমাদের ভারত, ২২ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ শান্তিপূর্ণ করতে রাজ্যের মানুষের কাছে আহ্বয়ান জানালেন সিদ্দিকুল্লা চৌধুরী। রবিবার ধর্মতলায় রানিরাসমণি অ্যাভিনিউতে রাজ্য জমিয়তে উলেমায়ে হিন্দের সভা ছিল। সেই সভায় বক্তব্য রাখার সময় কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের আন্দোলন শান্তিপূর্ণ করার কথা জানান রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেন, ইসলাম শান্তির কথা বলে। ইসলাম ত্যাগের কথা বলে। তবে ইসলামকে নিয়ে কেউ কটুক্তি করলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে বলে জানান তিনি। ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে মুসলিমরা জানে। তবে বর্তমানে কেন্দ্র মুসলিমদের বার বার অপমাণ করছে। তবে রাজ্য জমিয়তে উলেমায়ে হিন্দ গণতান্ত্রিক পথে এর মোকাবিলা করবে বলে জানান তিনি। রাজ্যে কখনই অশান্তি হতে দেবেন না বলেও জানান তিনি।

আমরা আজ এখানে প্রশাসনের অনুমতি নিয়ে সভা করছি। প্রশাসন আমাদের অতীতের রেকর্ড ভালো থাকায় সভার অনুমতি দিয়েছে। সংগঠনের এই ঐতিহ্য আমাদের সকল সদস্যদের ধরে রাখতে হবে বলে জানান সিদ্দিকুল্লা চৌধুরী। তবে এদিন রাজ্যে অশান্তির পিছনে বিজেপিকেই দায়ী করেছেন তিনি। কালা আইন দেশ জুড়ে লাগু করে অশান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী। তিনি বলেন, অশান্তি দেখলে প্রশাসনকে খবর দিন। কিন্তু নিজেরা আইন হাতে তুলে না নেবার কথা সভায় বলেন সিদ্দিকুল্লা চৌধুরী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here