
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ অক্টোবর: রাজ্য সরকার থেকে দুর্গাপুজোর অনুমতি দেওয়া হলেও কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায়, ক্ষোভে ফুঁসছেন লাইট মাইক ব্যবসায়ী সমিতির কর্মীরা। পাশাপাশি সংগীতশিল্পী থেকে বাদ্যযন্ত্র শিল্পীরাও এই মৌনমিছিলে যোগ দেয়।
শুক্রবার উত্তর ২৪ পরগনার অশোকনগর চৌরঙ্গী মোড় থেকে হাবড়া স্টেশন মোড় পর্যন্ত মৌন মিছিল করেন।
তাদের দাবি, দীর্ঘদিন লকডাউনের জেরে কর্মহীন অবস্থায় রয়েছেন তারা। বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা ঋণ নিয়ে সংসার চালিয়েছেন। ঋণ পরিশোধ করতে টাকার যোগান নেই এমন অবস্থায় আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছেন লাইক মাইক ব্যবসায়ী সমিতি সহ সঙ্গীত শিল্পর সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা।
রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গেওল আলোচনা করা হলেও এখনও রাজ্য সরকার সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনও অনুমতি না দেওয়ায় চরম বিপাকে রয়েছেন হাবড়া অশোকনগরের কয়েক হাজার ব্যবসায়ী ও কর্মীরা। এদিন তারা মৌন মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানায়। দীর্ঘদিন কোনও কাজ না থাকায় সংসার ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হতে বসেছে। পেশা বদল করে কোনওরকমে জীবন যাপন করছে বহু কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে রাজ্য সরকার সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দিক।