
আমাদের ভারত, হাওড়া, ২১ নভেম্বর: হাসপাতালে ভর্তি হওয়া এক অধ্যাপকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল উলুবেড়িয়া মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের এক সিস্টারের বিরুদ্ধে। জানাগেছে, সোমবার ভোরে বুকের যন্ত্রণা নিয়ে বাগনান কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এবং গবেষক আক্রামূল হক উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আসেন। এরপর চিকিৎসক অধ্যাপককে পরীক্ষা করার পর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। অভিযোগ, চিকিৎসকের পরামর্শে অধ্যাপক হাসপাতালে ভর্তি হলেও তারপর থেকে তার কোনও চিকিৎসা হয়নি। শেষে একপ্রকার বাধ্য হয়ে অধ্যাপক আক্রামূল হক ওই হাসপাতাল থেকে বাড়ি চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করেন। অধ্যাপক তার হাতে লাগানো লিউকোপ্লাস্ট তুলে দেবার জন্য হাসপাতালে সিস্টারকে অনুরোধ করলেও তিনি তা না খুলে দেননি।
এর পরেই অধ্যাপক অভিযুক্ত সিস্টারের নামে হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনা সম্পর্কে অধ্যাপক আক্রামূল হক জানান, সোমবার ভোরে হাসপাতলে ভর্তি হওয়ার পর শুধুমাত্র স্যালাইন দেওয়া ছাড়া আর কিছুই হয়নি। বাধ্য হয়ে তিনি ব্যক্তিগতভাবে বাড়ি চলে আসতে চাইলে এবং হাতে লাগানো নিউকোপ্লাস্ট তুলতে বললে সিস্টার তার সঙ্গে দুর্ব্যবহার করে। অধ্যাপকের অভিযোগ এরপর তিনি হাসপাতালে সুপারের কাছে গেলে তিনি তার হাতের লিউকোপ্লাস্ট তুলে দেন।
ঘটনা সম্পর্কে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার সুদীপ রঞ্জন কাড়ার জানান, অধ্যাপকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে শোকজ করা হয়েছে। অধ্যাপকের অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ভবানী দাস।