
আমাদের ভারত, উলুবেড়িয়া, ১৩ ডিসেম্বর: সিএবির প্রতিবাদে উলুবেড়িয়ায় মুসলিম সংগঠনের অবরোধের ফলে পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে উঠছে। উলুবেড়িয়ায় ট্রেন যাত্রীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ট্রেনের ভিতর আটকে রয়েছেন আতঙ্কগ্রস্ত যাত্রীরা।
প্রায় ৩ ঘন্টা উলুবেড়িয়ায় জাতীয় সড়ক অবরোধের পর এবার রেল অবরোধের নেমেছে বিক্ষোভকারীরা। তাদের অবরোধের ফলে দূরপাল্লা এবং লোকাল ট্রেন আটকে পড়েছে। যাত্রীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এর ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যাত্রীরা। তারা জানালা জানলা বন্ধ করে ট্রেনের ভেতরে আটকে রয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে বলে অভিযোগ।
এর আগে উলুবেড়িয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা, প্রায় তিন ঘণ্টা ধরে চলে সেই বিক্ষোভ। তার পাশাপাশি শুরু হয় উলুবেড়িয়া স্টেশনে রেল অবরোধ। কয়েক হাজার বিক্ষোভকারী এলাকাজুড়ে ট্রেন লাইনের উপর বিক্ষোভ দেখায়। তারা টায়ার জ্বালিয়ে, লাইনের উপর জাতীয় পতাকা পুঁতে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেনগুলি। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যাত্রীরা।
এর পরেই কিছু উত্তেজিত বিক্ষোভকারী হঠাৎ পাথর ছুড়তে শুরু করে। ফলে আতঙ্কগ্রস্ত যাত্রীরা চিৎকার করতে থাকেন। তারা জানালা বন্ধ করে দিয়ে আটকে রয়েছেন। পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে উঠেছে। এখনো অবরোধ চলছে।