আশিস মণ্ডল, রামপুরহাট, ১৬ ডিসেম্বর : কাটা আঙুল, হাতের সুতো এবং ছিন্নভিন্ন হওয়া পোশাক দেখে ছেলের কঙ্কাল চিহ্নিত করল বাবা। কিন্তু মাত্র দুদিনে রক্তমাংসের কিশোরের কঙ্কালসার চেহারা হল কিভাবে তা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত বালকের নাম সালাউদ্দিন মণ্ডল (১৪)। বাড়ি বীরভূমের পাইকর থানার পাটাগাছি গ্রামে। চলতি বছরের ১৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল ওই কিশোর। মঙ্গলবার বিকেলে একই থানার বড়পাগলা নদীর ধারে জমির মধ্যে থেকে তার কঙ্কালসার দেহ উদ্ধার করে পুলিশ। মুখে মাংসের কোনও চিহ্ন নেই। শরীরের মাংস খুবলে খেয়েছে জন্তু জানোয়ারে। বুধবার পাইকর থানার পক্ষ থেকে সালাউদ্দিনের বাবা হালিম মণ্ডল ডেকে মৃতদেহ দেখানো হয়। ছেলের কাটা আঙুল এবং হাতেবাঁধা সুতো দেখে দেহ সনাক্ত করেন হালিম মণ্ডল। তিনি বলেন, “১৩ ডিসেম্বর বিকেলে স্কুটি নিয়ে বেরিয়ে যায় ছেলে। রাত সাড়ে ৮টা নাগাদ ফোন করলে জানায় সে মুরারইয়ের একটি গ্রামে পাবজি খেলতে গিয়েছে। অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় ফোন করলে আর ফোন পাওয়া যায়নি। এরপর পরদিন থানায় নিখোঁজ অভিযোগ জমা দিই। কিন্তু কারা ছেলেকে এভাবে মেরে মাঠে ফেলে দিল বুঝতে পারছি না”।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে মুখে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। যাতে কেউ চিনতে না পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।