
আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: গতকাল রাতে দাসপুরের যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে এক পরিযায়ী শ্রমিককে সাপে কেমড়েছে। ভিন রাজ্য থেকে কাজ করে ফেরা ছয় সাত জন যুবককে ওই কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে। কাল রাতে অপরিচ্ছন্ন ঝোপঝাড়ের মাঝখানে থাকা কোয়ারেন্টাইন সেন্টারে রাত বারোটা নাগাদ একটি কালাচ সাপ ঢুকে পড়ে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে তাকে দাসপুর গ্রামীণ হাসপাতাল এবং পরে সেখান থেকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।