স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ জুলাই:
একই জায়গা থেকে ৪০টি গোখরো সাপের বাচ্চা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার ফুলিয়ায়। সূত্রের খবর, শনিবার সকালে শান্তিপুর থানার ফুলিয়া স্টেশন পাড়া এলাকার বাসিন্দা দিলীপ পালের বাড়ির একটি মাটির ঢিপি থেকে সাপের বাচ্চা বের হতে দেখেন পরিবারের লোকজন। পরে বনদপ্তরকে খবর দিলে তারা এসে ঢিপি খুঁড়ে প্রায় ৪০টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে। ঘটনায় এলাকায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।