বাড়ি থেকে সংশোধনাগারে যাওয়ার পথে মহিলা ওয়ার্ডেনের হার ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতী

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ ফেব্রুয়ারি: বাড়ি থেকে সংশোধনাগারে যাওয়ার পথে রায়গঞ্জ সংশোধনাগারের মহিলা ওয়ার্ডেনের হার ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। ঘটনাটি রায়গঞ্জ শহরের কলেজপাড়ার। ঘটনার বিবরণ জানিয়ে রায়গঞ্জ থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ জেলা সংশোধনাগারের মহিলা ওয়ার্ডেন সন্ধ্যা সরকার বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে কলেজপাড়াতেই দুই দুষ্কৃতী মোটরবাইক চেপে এসে গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। জনবহুল এলাকা হওয়া সত্বেও দ্রুত গতিতে দুষ্কৃতীরা মোটরবাইক চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পরই রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌছালেও দুষ্কৃতীদের ধরা যায়নি। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় একজন পুলিশ মহিলা কর্মীর গলার হার ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছিনতাইয়ের ঘটনা নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সন্ধ্যা দেবী। পুলিশ অভিযোগ পাবার পরই ঘটনার তদন্ত শুরু করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here