বেলদা হাসপাতলে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: বুধবার পশ্চিম মেদিনীপুরের বেলদা গ্রামীণ হাসপাতালে গিয়ে নারায়ণগড় ব্লক প্রশাসনের কর্মকর্তা সহ বিধায়ক ও জনপ্রতিনিধিরা রোগীদের সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। করোনা নিয়ে রোগীদের সচেতন থাকার আবেদন জানান তারা। নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, বিডিও বিশ্বজিৎ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা সিং, সমাজসেবী শেখ কাউসার আলী সহ অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। বিধায়ককে কাছে পেয়ে অভাব অভিযোগের কথা জানালো হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা।

সারা বিশ্বে করোনা নিয়ে যে প্রভাব পড়েছে বারবার মানুষকে নিরাপত্তা ও সচেতন থাকার কথা বলা হলেও  হাসপাতালে মাস্ক, ড্রেস, স্যানিটাইজার ব্যবহার না করেই কাজ করতে হচ্ছে  স্বাস্থ্যকর্মীদের। তাই যাতে নিজেকে সুরক্ষিত রেখে হাসপাতালে রোগীদের ঠিকমতো চিকিৎসা করতে পারেন সেজন্য তাদের নিরাপত্তার যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলি তাদের দেওয়ার আবেদন জানান হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।নিজেরা সুরক্ষিত না থাকলে রোগীদের কিভাবে নিরাপত্তা ও সচেতন করবো? বিধায়ককে তারা সেই প্রশ্ন করেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তার প্রয়োজনীয় জিনিস গুলি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান বিধায়ক আফসার উদ্দিন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here