বিধায়কের উদ্যোগে ঘাটাল হাসপাতালে বিলি করা হল মাস্ক ও সাবান

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ মার্চ :
বিশ্ব ব্যাপী মহামারির আকার ধারণ করা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে হচ্ছে সবাইকে। হাসপাতালের কর্মচারী, নার্স এবং অ্যাম্বুলেন্স চালকদের ও রোগীর আত্মীয় পরিজন থেকে চিকিৎসা করাতে আসা মানুষদের হাতে মাস্ক ও সাবান তুলে দিলেন বিধায়ক। ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের উদ্যোগে ঘাটাল হাসপাতালে মাস্ক, সাবান বিলি করা হল।

প্রথমে হাসপাতালের নার্সদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক এবং এসিএমওএইচ এর হাতে তুলে দেওয়া হয় মাস্ক। তারপর হাসপাতালে রোগীর আত্মীয়দের এবং বাইরে থেকে চিকিৎসা করাতে আসা মানুষদের হাতে তুলে দেওয়া হয় সাবান ও মাস্ক। ছিলেন মহকুমাশাসক অসীম পাল, এসিএমওএইচ ড: রাজা পাল ড: শোভন দাস, চেয়ারম্যান বিভাষ ঘোষ, ঘাটাল ওসি দেবাংশু ভৌমিক, কাউন্সিলর উদয়য়ঙ্কর সিংহ রায়, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল।

বিধায়ক শঙ্কর দোলুই বলেন, হাসপাতালে যারা জরুরি পরিষেবা দিচ্ছে তাদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য মাস্ক দিলাম এবং বাইরে থেকে আসা মানুষদেরও মাস্ক ও সাবান দিলাম। চেষ্টা করছি অন্যান্য দিনগুলিতেও মাস্ক দিয়ে সাহায্য করা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here