শুরু হল সব শোনো মাস্টারমশাই কর্মসূচি 

আমাদের ভারত, মেদিনীপুর, ২০ মার্চ: শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সব শোনো মাস্টারমশাই কর্মসূচির সূচনা হয়েছে। ওই শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র এদিন এই কর্মসূচির মাধ্যমে  করোনা ভাইরাসের আতঙ্ক দূর করার লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচার শুরু করার নির্দেশ দেন। 

সেইমতো সমিতির কেশিয়াড়ি ২ নং চক্রের পক্ষ থেকে শুক্রবার এই  কর্মসূচির সূচনা হয়। সমাজের প্রয়োজনে প্রত্যেক মাস্টারমশাই ও দিদিমনিকে নিজের বিদ্যালয় এলাকায় সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য  নির্দেশ দেওয়া হয়েছে বলে সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র জানিয়েছেন। তিনি বলেন, জেলার প্রতিটি চক্রের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় এলাকায় করোনা ভাইরাস সংক্রান্ত সতর্কতামূলক এই কর্মসূচি পালন করা  হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here